প্রকাশনার তারিখ : ০১.০৫.২০২১
প্রেম কি আর বয়স দিয়ে মাপা যায়
নাকি যায় তাকে কোন বাক্সে বন্দি রাখা
সে যে চলতে থাকে নিজ আনন্দের গতিপথে
যদি পায় সে স্থান কোন প্রেমিকের হৃদয়ে
তবে কীভাবে আটকাবে তোমরা তাকে
সে যেন ঘোলাটে আকাশের পাখি
কিংবা শরৎের বিপরীতে কোন সাহসী মাঝি
কীভাবে আটকাবে তার হৃদয়ের স্পন্দন বলো
সে যে ভয় পায়না কিছুকে আর
না মানতে চায় বাঁধা বা কাঁটাতার
শত্রুর মুখে সে তাক করে তার হৃদয়
ভয় পায়না সে মৃত্যু বা অত্যাচার