প্রকাশনার তারিখ : ০৯.০৫.২০২১
হয়তো আর কখনো দেখা হবে না
হবে না একসাথে হাঁটা সোজা কোন পথে
তাও কি দিগন্তের ওপারে হাঁটবে তুমি একা
ভিন্ন কোন শহরে
আমার মতো একই আকাশের নিচে
চড়ুই পাখির মতো উড়ে বেড়াও তুমি
এক গাছ থেকে অন্য গাছে
তবে প্রতিটি ডালে রেখে যাও তুমি
তোমার প্রাণের চিহ্ন ছায়ার মতো করে
সবুজ পথ হয়ে উঠবে কংক্রিটের রাস্তা
পথধূলি গুলো আমাদের যাবে আমাদের সবই
তবে স্মৃতি তো আর হাঁটতে পারেনা
যদি না তুমি ভুলে যাও সবই