প্রকাশনার তারিখ : ২২.০৩.২০২১
সেই মন জুরানো চুলগুলো তোমার
সেই গন্ধ, সেই নরম কালো চুল
বারবার দেখে যাই , বারবার কাছে পেতে চাই
কবে আসবে চুলজোড়া তোমার আমার হাতে
কবে নিব আমি তার গন্ধ, হৃদয় ভরে |
রাস্তার পিছ ঢালা রঙের মত চুল
গোলাপের মত সেই মিষ্টি ঠোঁট তোমার
কোমল মাটির সুগন্ধ ভরা তার দেহ
বার বার পেতে চাই আমি তোমায়
কবে নিব আমি তোমায় হৃদয় ভরে |
যখন ভালবাসবো আমি তোমায় নিজের মত
যখন তোমার মুখের উপর রাখব আমার মুখ
তাকিয়ে দেখবে কি তোমরা আমাদের?
দেখবে কিভাবে মিলিত হয় দুটি দেহ
অমর ভালবাসায় মিলিত দুই দেহ |
তুমি আসবে আমার বদ্ধ ঘরে
শাড়ীর আছলে করে আনবে অমুল রত্ন
জড়িয়ে ধরবো তোমায়, নিব তোমার সুগন্ধ
চুমুতে রাঙ্গাব তোমায় আমি সারাটা ক্ষণ
ভালবাসো যদি তুমি আমায় হ্রদয় ভরে |
যখন ভালবাসবো আমি তাকে নিজের মত
যখন তার মুখের উপর রাখব আমার মুখ
যখন ছুবো আমি তোমার কোমর, স্তন ও যোনি
তুমি কি ভালবাসবে আমায়, নিবে বরণ করে |
এই নিষিদ্ধ প্রেম আমাদের, নিষিদ্ধ নগরে
বারবার জেগে উঠে বিভিন্ন প্রাণের মাঝে
প্রেমের আগুন জ্বলে উঠে হৃদ মন্দিরে
সেই সুগন্ধভরা চুল, সেই শাড়ীর আচল
বার বার পেতে চাই আমি তোমাকে
কবে নিব আমি তার গন্ধ হৃদয় ভরে |