প্রকাশের তারিখঃ ০৭/০৩/২০২২
আজ নেশায় ধরেছে তোমায়,
আজ নেশাতে মেতেছে তোমার ওই মন।
চলছে শুধু আজ চলছে,
চলছে এলোমেলো হয়ে, চলছে ক্ষিপ্র গতিতে।
আজ তোমার মন যেন এক উড়ন্ত পাখি,
যে কখনো বুঝেনি তার ডানার ত্রুটি!
আজ তুমি এক নিত্যদিনের শিল্পী,
যে কখনো পায়নি তার শিল্পের খোঁজ।
মানুষ হয়েও তুমি আজ মানুষ নও,
মানুষের মধ্যে বাস করেও তুমি মানুষ নও!
মানুষকে ভালোবেসেও তুমি মানুষ নও,
মানুষের সমাজে বাস করেও তুমি মানুষ নও!
কারণ, তুমি বুঝনি ভালোবাসা কী,
বুঝনি ভালো লাগা কী!
কারণ, তুমি পারনি তাকে ভালোবাসতে,
পারনি তুমি তাকে নিজের মনের কথা শুনাতে।