প্রকাশনার তারিখ : ০১.০১.২০২১
নেশার মতো করে নিজেকে ধ্বংস করতে চাই আমি
পোড়া সিগারেটের মতো দেহটি পোড়াতে চাই আমি
চাই আমি মিশে যেতে মাটির সাথে
যে মাটির সাথে মিশে আছে হাজারো বছরের ইতিহাস
মিশে যেতে চাই আমি সেই বাতাসে
যে বাতাস বয়ে আনে সাগরের ঘ্রাণ
বয়ে আনে মুক্তমনা সে নাবিকের শেষ নিঃশ্বাস
বয়ে আনে ডুবতে থাকা মানুষের আর্তনাদ
জীবনটা আজ প্রাণহীন জীর্ণ বিধ্বস্ত
শুধু হতে চলে এই মরু প্রান্তরে
একটু জীবনের আশায়
ক্ষীণ হয়ে আসে এই প্রাণ
ক্ষীণ হয়ে আসে তার ইচ্ছেগুলো