প্রকাশের তারিখঃ ০১/০৬/২০২২
মৃত্যুর কোলে ঢুলে পোড়লো নবীন যোদ্ধা,
জীবন নয়,
মৃত্যু নিয়েই লিখা হবে আরেকটা কবিতা।
নবীন যোদ্ধাদের জীবন হয় ক্ষণিকের,
তারা বাচে বাচার তাগিতে,
স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, আক্ষেপ থাকে,
তাও তাদের জীবনের যুদ্ধে হার মানতে হয়,
সমাজের সামনে মানা নত করতে হয়।
নবীন যোদ্ধাদের সপ্ন থাকে হরেক,
কিন্তু স্বপ্নগুলা স্বপ্নই থেকে যায়,
বাস্তবতার সামনে স্বপ্ন থেমে যায়,
দায়িত্বের সামনে জীবন হেরে যায়।
নবীন যোদ্ধাদের আমরা ভুলে যাই,
কিন্তু তারা থেকে যায় স্মৃতির পাতায়,
তারা থেকে যায় তাদের কাজের মধ্যে,
তারা থেকে যায়,
আপন মানুষদের স্মৃতির আঙিনায়।
মৃত্যু দিয়ে তাদের জীবনের পাঠ শেষ হয়,
কিন্তু তারা থাকে জীবিত আমাদের মাঝে,
তাদের কথাগুলো থেকে যায়,
তাদের ইচ্ছাগুলো থেকে যায়,
তাদের প্রিয় মানুষগুলো থেকে যায়,
মৃত্যু দিয়েই তাদের জীবন শুরু হয়,
এই নতুন জীবনে তাদের দু:খ থাকেনা,
গ্লানি থাকেনা, আক্ষেপ থাকেনা, কষ্ট থাকেনা,
কারণ তারা শুধু থেকে যায় মানুষের স্মৃতিতে,
অনুপ্রেরণা জোগায় এক সুন্দর পৃথিবীর।