প্রকাশনার তারিখ : ২৩.০৯.২০২১
বলেছিলাম চিরকাল হয়ে থাকবো তোমার,
চিরকাল যে ক্ষীণ হয়ে আসবে,
তা যে বুঝে উঠতে পারিনি |
জানিলাম আজ কেবল,
উপকার করিতে আসিয়া অপকারী হয়ে,
আজ যে প্রস্থান আমার |
অংশে মাথা রাখিয়া কে শুনবে,
অংহের গল্প, আত্মবিলাপের গল্প,
অকণ্টক পথে এ যাত্রা তব,
মিলিয়া যাবে পায়ের ছাপ,
মিলিয়া যাবে আত্ম বিলাপ |