প্রকাশের তারিখঃ ০৬/৩০/২০২২
নিজের ভুবনকে পুতুল বানিয়ে আমি
নিয়ে যেতে চাই দেশ বিদেশ কাল কালান্তরে,
কোথায় পাব এই প্রশান্তি আমি?
কোথায় পাব এই স্নিগ্ধতা আমি?
বহুকাল বহুপথ পাড়ি দেওয়া শেষে,
নিজ ভুবনের নিজ কাননে যদি না পারি ফিরিতে।
স্বার্থক কি হবে এই পথ চলা মোর?
স্বার্থক কি হবে এই ঘাম, রক্ত, মাংস?
তাই নিজ গৃহ থাকবে আমারি সাথে,
নিয়ে যাবো পুতুল বানিয়ে বেঁধে পাশে।
ব্যস্ত জীবনে গৃহতে থাকি বা না থাকি,
নিজ গৃহ মোর থাকিবে আমারি সাথে।
নদ-নদী, বন-অরণ্য, পর্বত-স্রিঙ্গল পাড়ি দিয়ে,
আমি যখন হবো ক্লান্ত প্রশান্ত,
আমার হৃদয় যখন খুজবে দিন শেষে-
একটু শান্তি একটু বিশ্রাম, একটু স্নিগ্ধতা।
তখন এই পুতুলকে জড়িয়ে ধরে,
নিজ গৃহের স্মৃতি বুকে নিয়ে,
ফিরে যাব চিরচেনা শৈশবে,
ফিরে যাব নিজ ভুবনে।