প্রকাশের তারিখ : ২৬.১০.২০২১
তুমি যদি নগ্ন হও
আমি হতে চাই তোমার গায়ে ,
লেপ্টে থাকা চাদর
তুমি যদি নগ্ন হও
আমি হতে চাই তোমার চুলে ,
এসে লাগা শীতল বাতাস
তুমি যদি নগ্ন হও
আমি হতে চাই তোমার বুকের ভেতর,
জমতে থাকা সেই আবেগগুলি
তুমি যদি নগ্ন হও
আমি হতে চাই তোমার চোখে,
সৃষ্টি হওয়া স্বপ্নগুলি
তুমি যদি নগ্ন হও
আমি হতে চাই তোমার ঠোঁটে ,
চুমু বসানো অব্যাক্ত কথাগুলি |