প্রকাশনার তারিখ : ০১.০১.২০২১
শুরুটা হয়েছিল তার ভোরের আজানে পাখির ডাকে
দিনের শ্রেষ্ঠ সময়ে খুলেছিল সে তার চোখ
বুক ভরে নিয়েছিল যেন একগুচ্ছ পবিত্র বাতাস
আজানের ধ্বনিতে জেগে উঠেছিল তার মন
সে আজ আঠারো বছরের এক যুবক
তবে নয় আজ সে পবিত্র নয় তার কানে লাগে আজানের ধ্বনি
মিথ্যা অপবাদ কটূক্তি আজ ঘিরে রেখেছে তাকে
মিথ্যার প্রবল বাতাসে আজ সে হারিয়ে ফেলছে তার সত্য
সৌভাগ্য ক্ষণে জন্মালেও আজ সে বাঁচে দুর্ভাগা হয়ে
বাঁচে সে নিজেকে কষ্ট দিয়ে
বাঁচে সে অন্যকে হাসি ফুটাতে চেয়ে
তবেও দিন শেষে আজ সে অমানুষ
তবেও দিন শেষে আজ সে নকল