প্রকাশনার তারিখ : ১৪.০৭.২০২১
আজানের এই ধ্বনির সাথে,
যদি তোমাকেও মনে পড়তো,
তবে কেমন হতো এই বেলা,
কেমন হতো আমার রথযাত্রা?
ধর্ম আজও লেপ্টে আছে,
আমার নিষ্প্রাণ এই দেহতে,
আগুনে পুড়াও, মাটিতে মিশাও,
দাগ কি যাবে কখনো?
কুর্ণিশ করি আমি গুরুজনে,
সবাইরে মানি, সবাইরে ভালোবাসি,
শুধু নিজ সত্যের উপরি,
দাঁড়িয়ে বলবে মিছে সবাইকে?