প্রকাশনার তারিখ : ০১.০১.২০২১
রাতে শুরু হওয়া প্রতিটি স্বপ্নে,
হাসি ফুটিয়ে আনে নিজের প্রতিটি অনুভূতিতে,
রাত হতে শেষ হয়ে চলা প্রতিটি স্বপ্নের,
হাহাকার ও নিরাশ এই দিগন্ত জুড়ে |
তোমার ধ্বংস চাই আমি,
চাই দূরে থাকা ঐ কালো মেঘ ছুঁয়ে যাক তোমায়,
তোমার অতীত যেন কেবল ফিরে আসে,
ফিরে আসে তোমার স্মৃতিগুলোকে আরো ধূসর করে |
মানুষের মন সে যেন এক বিরল আভা,
পাপ হয়ে ঝরে পড়ে সব রঙিন স্বপ্ন,
মন যে আজ করেছে আমায় ক্ষীপ্র,
পানির মতো হয়েও আজ সে অভিন্ন |
তোমার ধ্বংস চাই আজ আমি,
কেননা এই ধ্বংস করে তুলবে আমায় পরিপূর্ণ ,
তোমার ধ্বংস চাই আজ আমার হাতে,
যাতে শেষবারের মতো ঐ প্রিয়তম মুখকে ,
একটু কাছে এনে ভালোবেসে করে দিতে পারি চূর্ণ বিচূর্ণ|