প্রকাশের তারিখ : ১৯.০১.২০২২
হয়তো কোনো দূর দেশে তুমি
কোনো এক দূর নগরে বসে;
নীরবে করে যাও সবই,
নীরবে সয়ে যাও সবই।
হয়তো তুমি আগের মতো নেই
বদলে গেছে তোমার সবই;
মিল নেই আগের সাথে কোনো,
হয়তো তুমি এমনই ভাবো।
তবে দূর নগরে কোনো একদিন
যখন হবে ফের দেখা আমাদের;
ঠিকই চিনে ফেলবো তোমাকে,
ঠিকই বুঝে নিবো তোমাকে,
নীরবে করি এই প্রার্থনা
কোনো এক দূর নগরে বসে।