প্রকাশের তারিখ : ১২.০১.২০২২
মিষ্টি ঠোঁটে তোমার চুম্বন করি,
এনে দেয় শীতের রাতে গ্রীষ্মের উষ্ণতা
সালের মতো জড়িয়ে নেয় আমার।
উষ্ণতা ছোঁয়া দেয় আবার,
এক নিশীথের রাতে আমার স্বপ্নে;
বিনি সুতোয় বোনে আমাকে,
রক্তক্ষরা হৃদয়ে জাগিয়ে তোলে রক্তজবা।
তুমি প্রেরণা আবার তুমিই অঢেল এক তারণা,
তোমার মধ্যে জমতে থাকা কামনা,
মিটিয়ে দেয় বিশাল যত তারণা মোর,
তুমি হয়ে ওঠো আমার অন্ধকারের প্রেরণা।
তোমার মধ্যেই আমার সব সুপ্ত যাতনা,
বাসনা যতই থাকুক না কেনো মোর;
কামনা আর বাসনাতে হারিয়ে যাই আমি
সবইশেষে রক্তজবা শুকিয়ে যায়;
শুধু রয়ে যায় স্মৃতি,
রয়ে যায় মোর তারণা।