ত্রুটি
প্রকাশের তারিখ : ৩০.১০.২০২১
আমার মধ্যে ত্রুটি আছে বলে
প্রতি বেলা পরিবর্তনের চেষ্টা চলে
আমার মধ্যে ত্রুটি আছে বলেই
কালকের আমাকে আজ বদলাতে হয়েছে
আমার মধ্যে ত্রুটি আছে বলেই
ঈশ্বরের সামনে আমি ভেঙে পড়ি
আমার মধ্যে ত্রুটি আছে বলেই
আয়নায় নিজের মুখ দেখতে পারিনা
আমার মধ্যে ত্রুটি আছে বলেই
মাটির দিকে চেয়ে হেটে বেড়াই
আমার মধ্যে ত্রুটি আছে বলেই
ঈশ্বর আমাকে মানুষ রূপে বানিয়েছেন
আমার মধ্যে ত্রুটি আছে বলেই
আমি ক্ষমা চেয়ে বেড়াই আজীবন
আমার মধ্যে ত্রুটির আছে বলেই
মেনে নিই সকল অপমান চুপটি করে