প্রকাশনার তারিখ : ১৪.১০.২০২১
তোমার শহরে এসে
তোমাকে খুঁজে পাবোনা
তা হয় বলো?
তোমার শহরে এসে
তোমাকে একটু হাসাবোনা
তা হয় বলো?
তোমার শহরে এসে
তোমার দেখা পাবোনা
তা হয় বলো?
তোমার শহরে এসে
তোমার হাত ধরবোনা
তা হয় বলো?
তোমার শহরে এসে
তোমাকে ভালোবাসবোনা
তা হয় বলো?