প্রকাশনার তারিখ : ০১.০১.২০২১
প্রতিটি নিঃশ্বাসে তোমার অবয়ব
চিৎকার করে চলে তোমার স্নায়ু
প্রতিটি নিঃশ্বাসে ঝরে পড়ে
স্বপ্ন তোমার বিভীষিকা হয়ে
দাঁড়িয়ে থাকে তোমার সামনে
শপথ নিয়ে বলে তোমায়
দিনের শেষে আজ শেষ হবে তোমার গ্লানি
ধ্বংস দেখি আমার
হেঁটে চলা এই পথের বাঁকে বাঁকে
দিন শেষে আজ আমি হারিয়েছি
হেঁটে চলার সেই মনোবল
তবে শেষ হবে না কোন কালে
তোমার প্রতি বলা প্রতিটি বাণী
রয়ে যাবে চিরকাল
রয়ে যাবে প্রতিটি নিঃশ্বাসে তোমার অবয়ব