প্রকাশের তারিখঃ ৩/০৩/২০২৩
যদি কবিতা লিখি তোমায় নিয়ে,
এই পহেলা ফাগুনের রাতে,
ফুল হাতে দাড়িয়ে থাকবে কি বলো?
নীল শাড়িতে সোনালী প্রান্তরে।
আমি চাই তোমাকে আপন করে নিতে,
প্রতি শীতের সকালে, রোজ দুপুরে
সন্ধ্যা বেলা হলে থাকি বসে
তোমারই উত্তরের আগমনে।
চায়ের কাপে ধোয়া উঠছে এখনো,
অপেক্ষায় আছে তোমার ছোঁয়া পেতে,
তবে আমি ভীষণ ব্যস্ত আজ
জীবনের সমীকরণে।
একদিন এই ব্যস্ততা শেষ হবে তোমার,
তুমি আসবে ফিরে এই গরম চায়ের দোকানে,
গরম চায়ে চুমুক দিয়ে তুমি,
মিষ্টি হাসিতে ছোরাবে তোমার সুবাস।
আমি হয়তো বৈকি দেখবো তোমার,
কাছে এসে বলবো দু এক কথা
তারপর ফের হারিয়ে যাবো
জীবনের কোনো মায়াজালে ।