প্রকাশের তারিখ : ০১/০২/২০২৪
তুমি কি জান কি পরিমানে ভালবেসেছিলাম আমি তোমায়,
কি ভাবে চেয়েছিলাম তোমাকে,
কত রাত কেটেছে ফোন হাতে,
ঘুম কে দিয়েছি বিসর্জন -
শুধু তোমার কথা শুনবো বলে,
কতবার দিয়েছি কল তোমায়,
ধরবেনা জেনেও,
কলার টিউন এর শব্দ শুনতে শুনতে,
কত সময় হয়েছে পার।
তুমি কি জান কি পরিমানে ভালোবেসেছিলাম আমি তোমায়,
কিভাবে চেয়েছিলাম তোমাকে,
কতবার গিয়েছি ক্যাফেটেরিয়া
তোমার প্রিয় রেস্টুরেন্টে কাটিয়েছি কত সময়,
শুধু তোমার অপেক্ষায়,
শুধু তুমি ফিরে আসবে বলে,
কত চায়ের কাপ হয়েছে ঠান্ডা।
তুমি কি জানো কি পরিমানে ভালবেসেছিলাম আমি তোমায়,
কিভাবে চেয়েছিলাম তোমাকে,
কত সিগারেট শেষ হলো তোমার কথা ভেবে,
পুড়লো শুধু সিগারেটের তামাক,
কখনো পুড়ে যায়নি তোমার রাখা স্ম্রিতিগুল,
বরং জমেছে বেশ করে আমার মনে,