প্রকাশের তারিখ : ২৮.০১.২০২২
কোনো এক পূর্ণ চন্দ্রের নিচে,
হয়তো একাকী বসে থাকবে তুমি।
কোনো নদীপাড়ে কিংবা কোনো দূর পাহাড়ে,
ভাবিবে যখন জীবনের সব মায়াজালে বন্দী।
তখনই দখিনা হাওয়ার মতো করে;
তোমায় ফের লেপ্টে নিবো আমি।
একাকী আর পথ হাটতে হবেনা তোমার,
না ফিরিতে হবে হেমন্তের শেষে।
জীবনের বেড়াজাল সব ভাঙিবে,
যদি নতুন অধ্যায় শুরু হয় তোমার।
এক বর্ষার দিনে তুমি এসেছিলে,
মিষ্টি বৃষ্টি হয়ে,
ক্লান্তি ক্লেশ বিষাদতা যত আছে,
মুছে দিয়েছে তোমার আলতো আমেজে।
কোনো এক পূর্ণ চন্দ্রের নিচে,
কিংবা কোনো এক ভর দুপুরে,
কবিতা শুনাবো আমি তোমার কানে,
তোমায় ফের লেপ্টে নিবো আমি।