প্রকাশের তারিখঃ ২০/০১ /২০২৩
পতিতা টাকার বিনিময়ে কি সব পাওয়া যায়?
তোমার দেহ, তোমার মন, তোমার ভালবাসা,
পাওয়া যায় কি?
প্রিয় তোমার চুলের স্নিগ্ধ ঘ্রাণ
দুঃখের দিনের একজন সাথী।
হাজারো কথা তোমায় বলা যায়,
হাজারো রাত তোমার সাথে থাকা যায়
তাও কি তুমি আপন হও?
তাও কি তুমি মনের মানুষ হও?
তোমাকেও ভালবাসা যায়
উপহার দেয়া যায়
নামীদামী রেস্টুরেন্টে যাওয়া যায়
দুবাই থেকে বালি সবখানে যাওয়া যায়,
তাও কি তুমি আমার হও?
তাও কি আমি তোমার হই?