প্রকাশের তারিখ : ২৬.১০.২০২১
কত কাল বাদে যে কথা হলো ,
জানা হলো, শুনা হলো তোমায়,
এই মিষ্টি মুহূর্ত গুলো দিয়ে,
বানাবো কোন একদিন একটি মালা |
যে মালা পড়ে হাটবে তুমি,
তোমার চরণের নিচে সবুজ মাটি,
তোমার মুখের সেই মিষ্টি হাসি,
ছড়াবে আলো চারিপাশে অন্ধকার সকালে |
ডিসেম্বরের দুপুরে ফের আমরা হারাবো,
চুপটি মেরে শুনবো পাখিদের গান,
শুনবো ক্যাফেটেরিয়াতে বসে থাকা,
নানা রঙের মানুষের হরেক আলাপ |
কতকাল বাদে যে কথা হবে,
ফের দেখা হবে ডিসেম্বরের শহরে,
তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ,
করে তুলে হৃদয় মোর পরিপূর্ণ |