প্রকাশের তারিখঃ ০৭/০৩/২০২২
ঝরে পড়া পাতার মতো
তোমরা যদি আজ ঝরে পর,
তবে কি হবে পরিবর্তন?
তবে কি হবে নতুন আনন্দ মিছিল?
ঝড় তো বইবেই!
বাতাসের বেগ বাড়িবে বা কমিবে,
তবে ধরে রাখতে হবে হাত মুষ্টি করে,
ধরে রাখতে হবে নিজের সত্যকে, নিজের চেতনাকে।
নিজের সত্য ছাড়া কে-ই বা কবে লড়েছে?
নিজের চেতনা ছাড়া কে-ই বা কখনো কিছু কি কিছু পেরেছে?
তবে কেন আজ এই বাতাসে গা ভাসাও?
তবে কেন ঝরে পর নিজ সত্য চেতনা হতে?