প্রকাশের তারিখঃ ২০/০১ /২০২৩
জীবনের উপর আমি মৃত্যুকেই বেছে নিবো বারংবার
হাসিমুখ নয়, অশ্রু দিয়েই শেষ হোক আমার
জীবনের পাঠ।
ধন্যবাদ এভাবে না
ধন্যবাদ যদি দিতে চাও,
এসো আমার কলমের কালি হয়ে
এসো আমার গানের সুর হয়ে ।
হাসির মধ্যেও অশ্রু আছে ,
সুখের মধ্যে ও দুঃখ থাকে
ভালোবেসে বিসর্জন দিয়েছি তোমায় অমাবস্যার রাতে
ভালোবেসে পরিপূর্ণ করো আমার জোছনার রাতে ।
তোমার আকাশে আমি স্বর্গ খুঁজে পাই
আমার আকাশ তোমার শূন্যতায় মেঘলা ,
মন বারিবার চায় তোমার আকাশ কে দেখতে
তাও যে নিয়তি দেয়না চোখ দুটো মেলতে ।
জীবনে দ্বিধার জালে
আটকে আছো তুমি ,
কোথায় তোমার খোলা আকাশ আজ
কোথায় তোমার মুক্তির গল্প আজ ।