প্রকাশের তারিখ : ২৯.০১.২০২২
আবার কোনো এক জন্মদিনে তোমার,
পাঠাবো তোমায় এক রঙিন চিঠি;
লিখবো তোমায় নিয়ে কোনো নতুন কবিতা,
সেই চিঠি পড়ে আবার কি হেসে উঠবে তুমি?
আমার লিখা কবিতা কি স্থান পাবে তোমার মনের আঙিনায়?
সূর্যমুখীর মতো করে,
কি আবার হেসে উঠবে তুমি?
সাম্পানের ছায়া ঘেরা বেঞ্চিতে বসে,
কি আবার ধরতে দিবে তোমার হাত?
আবার কোনো এক জন্মদিনে তোমার,
যখন মনে পড়বে আমার কথা,
বা আমার কবিতার বই পৌঁছাবে তোমার নিকট,
তখন কি বুঝবে তুমি?
এই কবিতা তোমারই জন্য,
এই উপহারে তোমারই নাম লিখা?