প্রকাশের তারিখ : ২৭.১০.২০২১
আজ মন শুধু তোমাকে চায়
চায় তুমি থাকো আমারই পাশে,
চায় ধরিতে তোমার নরম হাত
চায় তোমার চুলের সেই সুগন্ধ |
আজ মন শুধু তোমাকে চায়
চায় তোমায় নিয়ে বারবার হারাতে,
চায় রিকশায় তোমার সাথে পুরো শহর ঘুরতে
চায় তোমার সাথে পথে হাঁটতে |
আজ মন শুধু তোমাকে চায়
চায় না বলা কথা বলতে,
চায় একটু বেশি করে ভালোবাসতে
চায় তোমার মুখের সে লাবণ্যতা |
আজ মন শুধু তোমাকে চায়
চায় তোমাকে জড়িয়ে ধরে রাখতে,
চায় তোমার সাথে আজীবন বাঁচতে
চায় তোমার সাথে একটু থাকতে |
আজ মন শুধু তোমাকে চায়
চায় তোমাকে মনমন্দিরে একটু সাজাতে,
চায় তোমার মনে খেলে বেড়াতে
চায় তোমাকে একটু বেশি ভালোবাসতে |