প্রকাশের তারিখঃ ২৮/০৮/২০২২
গোলাপের স্বর্গে হবে তোমার স্থান,
লাল পাঁপড়ি সকল তোমার তুঁতের মতো,
গাঁঢ় অন্ধকারেও তুমি দাও আলো
আমার গোলাপের স্বর্গের মধ্যখানে।
হাটবো তোমার স্মৃতি সাথে নিয়ে প্রিয়তমা,
আবার যদি হও তুমি আমারই প্রিয়জন,
দক্ষিণা হাওয়ায় উড়বে তোমার ঘন কেঁশ,
মিলনের বিরহ গুছবে, যদি থাকে তোমার রেঁশ।
তোমার চরণের আঁধুলিতেই ফুটবে গোলাপ,
গোলাপের গন্ধে কাটবে দুঃখের বিলাপ,
যেও না কখনো এই স্বর্গের বাগান ছেড়ে,
গোলাপের রঙ মলিন হবে তোমার অবর্তমানে।
প্রিয়তমা আমার তোমায় দিয়ে যাত্রা শুরু গোলাপের,
তোমার কারণেই আজ এই বাগান স্বর্গের,
তোমাতেই আমি পাই বেঁচে থাকার শক্তি,
তোমার সংস্পর্শেই আছে আমার মুক্তি।