প্রকাশের তারিখ: ০৩.৩০.২০২২
যদি লেখা না হয় কবিতা আর,
তবে থেমে থাকবে নাকি জীবন সবার?
দিনকাল কি চলবেনা? রাস্তার ধারের মানুষের?
কিশোর বালিকার চুল কি উড়বেনা দক্ষিণা বাতাসে?
গ্রামের নতুন বউ কি দিবেনা সিঁদূর?
মুয়াজ্জিন কি দিবেনা আর আজানের ডাক?
অনেককাল কেটে যাবে,
কেও খুজবেনা আর,
শুধু কবিতার খাতা থাকবে,
কলমের অপেক্ষায়।