প্রকাশের তারিখ : ২৬.১০.২০২১
খারাপ বলতে তুমি কি বুঝো বলো,
কাউকে ঘৃণা করা বা তিরস্কার করা
কারো বিচ্ছেদ করা বা অপমান করা,
কাউকে কষ্ট দেয়া বা ক্ষতি করা |
কিন্তু আমি কেন খারাপের ভিন্ন অর্থ খুঁজে পাই,
অন্যায়ের সামনে মূক হয়ে যাওয়া
অশ্রুভরা নয়ন দেখে দুঃখ না পাওয়া,
পথহারা মানুষকে পথের সন্ধান না দেওয়া |
খারাপ বলতে তুমি কি বুঝো বলো,
রাস্তার ধারে দাঁড়িয়ে সিগারেট খাওয়া
স্লিভলেস ব্লাউজ পড়ে ঘুরে বেড়ানো,
নাকি জামাতে অংশ না নেওয়া |
কিন্তু আমি কেন খারাপের ভিন্ন অর্থ খুঁজে পাই,
কষ্টে থাকা মানুষের হাত না ধরা
নিজের প্রয়োজনে অন্যকে তুচ্ছ করা,
পাপের সমুদ্রে ডুবে অন্যকে পাপী বলা |
খারাপ বলতে তুমি কি বুঝো বলো,
ব্যার্থতার জালে বন্দী মানুষের অনুপস্থিত বিবেক
কষ্টে পাথর হয়ে যাওয়া হৃদয়ের ব্যবহার ,
নাকি পেটের দায়ে চুরি করা সেই মানুষ |
কিন্তু আমিও যে খারাপের অন্য দিক দেখেছি,
এত তৃপ্তির জন্য যারা আনে অন্যের চোখে জল
নিজের হীনমন্যতা লুকাতে যারা করে অন্যকে ছোট,
নিষ্পাপ শিশুর মুখ থেকে যারা ছিনিয়ে নেয় এক টুকরো হাসি |
আমিও তাও কত খারাপ দেখেছি এ জীবনে,
করেছিও বা কত পাপ
তাও প্রতিবার আয়নার সামনে দাঁড়িয়ে ,
দাবি করে যাই আমি নিষ্পাপ |