প্রকাশনার তারিখ : ১২.০৮.২০২১
ক্ষমা কি কেউ করেছে তোমাকে কবে?
নাকি শুধু অট্টহাসি দিয়ে উড়িয়ে দিয়েছে
ভুল করার মধ্যে যদি ভুল থাকে?
তবে ক্ষমা চাইতে কেনো মুখ বাঁধে?
স্রষ্টার সৃষ্টি থেকে যদি না পাও
তবে চাওনা কেনো মোর রব থেকে
তার দরবারে তো সবাই সমান শেষ দিনে
তাও কেনো আজ এতো দাম্ভিকতা দেখাও
বিচার দেবো আমি সব মোর খোদাকে
কেনো বানিয়েছে মানুষ মূর্খতা ভরে হৃদয়ে