প্রকাশের তারিখঃ ০৬.৩০.২০২২
হে বালিকা,
কাল মিথ্যে বলে তোমায় দিয়েছিলাম অপবাদ!
আজ তোমারই কাছে আমি করি তোমার সত্যের জয়গান।
হে সুদর্শন,
কাল তোমাকে বলেছিলাম আমি অন্য সবার মতো!
আজ তোমার দিকে চেয়ে বয়ে যায় আমার মন।
হে রমণী,
কাল তোমার বর্ণ দেখে ভেবেছিলাম তুমি মনোরম নও!
আজ তোমার বর্ণে আমি ঘুমাতে চাই।
হে নারী,
কাল তোমাকে ভেবেছিলাম আমি নিচ!
আজ তোমারই চরণে বসে আমি দিলাম তোমাকে সভ্যতার মুকুট।