প্রকাশের তারিখঃ ০১/০৬/২০২২
একদিন একটা কবিতার বই হবে,
বইয়ের সকল পাতায় থাকবে তুমি,
সকল পাতায়, সকল লাইনে, সকল দাড়ি -কমাতে,
শুধু কবিতা ও কবিতার বইয়ের মধ্যেই থাকবে তুমি,
বাস্তবে নয়, পাশে নয়, মুখোমুখি নয়।
একদিন একটা কবিতার বই হবে,
রোজ সকালে তার পাতা উল্টাবো আমি,
হাতে থাকবে চায়ের কাপ আর নোনতা বিস্কুট,
শুধু কবিতা ও কবিতার বইয়ের মধ্যেই থাকবে তুমি,
বাস্তবে নয়, পাশে নয়, মুখোমুখি নয়।
একদিন একটা কবিতার বই হবে,
পাঠক সমাবেশ, বাতিঘর, এমন কি নীলক্ষেতেও বিক্রি হবে সেই বই;
কিনবে নতুম প্রেমিকারা,
প্রিয় মানুষের উপহার দিবে সেই বই,
শুধু কবিতা ও কবিতার বইয়ের মধ্যেই থাকবে তুমি,
বাস্তবে নয়, পাশে নয়, মুখোমুখি নয়।
একদিন একটা কবিতার বই হবে,
হয়তো অনেক কবিতা থাকবে, অনেক না বলা কথা থাকবে,
শুধু তুমি থাকবেনা, তোমার নাম থাকবেনা,
কিন্তু সব কবিতা যে তোমায় নিয়ে, তা তুমি বুঝবে,
প্রতি চরণে যে তোমাকে পাওয়ার আর্তনাদ তা তুমি জানবে,
শুধু কবিতা ও কবিতার বইয়ের মধ্যেই থাকবে তুমি,
বাস্তবে নয়, পাশে নয়, মুখোমুখি নয়।