প্রকাশনার তারিখ : ৩০.০৯.২০২১
আমি কবিতাগুলো আবার পড়ে দেখতে চাই
যেন আমি খুঁজে পেতে পারি
হারানো বেদনা বা ভুলে যাওয়া গান
কিছু সুন্দর স্মৃতি আবার পড়ে দেখতে চাই
আমি কবিতাগুলো আবার লিখে রাখতে চাই
যদি ভুলে যাই সুন্দর দিনগুলি
যদি করো তুমি রাগ
ছেড়ে দিলে তোমার এই হাত
কিছু মুহূর্ত কেবল আবার লিখে রাখতে চাই
আমি কবিতাগুলো তোমাকে শোনাতে চাই
এই রাত্রিবেলা কোনো শীতল বাতাসে
চাঁদের জোছনা থেকে আড়ালে
আমার এই ভালোবাসার বাণীগুলো আবার
তোমাকে শোনাতে চাই