কেনো
প্রকাশের তারিখ : ৩০.১১.২০২১
নিকাবের মতো করে
মাস্ক পড়ে যখন থাকো বসে
চোখ দুটো তোমার
শুধু যেনো আমায় ডাকে
তারা যেনো বলে আমায়
কেনো এত দূরে তুমি
কেনো কাছে আসো না
কেনো বুঝো না আমাদের গল্প
আমরা হীরকখণ্ড হতে পারি
তবে আমরা যে কাঁচের মতো স্বচ্ছ
আমরা নির্বাক হতে পারি
মোনালিসাও তো নির্বাক
তাই বলে তুমি কি
তার হৃদস্পন্দন শুনো না
আমরা ক্ষুদ্র হতে পারি
তবে আমরা যে অতল সাগর
তা কি তোমায় ভাবায় না
তুমি মহাকাশ ভালোবাসো
আমাদের মধ্যেও যে আছে অসীম মহাকাশ
নয়নের মায়ায় যদি এতই হারাও তুমি
তবে কেনো রাখো না নয়নে নয়ন
চিরনিদ্রার আগেও তুমি চাও
এই নয়নের গভীরতায় হারাতে