প্রকাশের তারিখঃ ২৯ /০১ /২০২৩
পৃথিবীর সব সৌন্দর্য একদিনে দেখতে নেই
কাওকে পুরো হৃদয় দিয়ে ভালবাসতে নেই ।
শাড়ির আচলে তোমার, আজ নিজেকে হারাতে নেই
মুক্তার মতো চোখের কোটরে নিজেকে হারাতে নেই।
হৃদয়ের সব দুঃখ একসাথে শুনতে নেই
কাওকে সম্পূর্ণ বিশ্বাস একবারে করতে নেই।
পৃথিবীর সব সৌন্দর্য একদিনে দেখতে নেই
সাদা শাড়ির হলুদ আচলে নিজেকে কখনো হারাতে নেই।