এই শহরে
প্রকাশের তারিখ : ২২.১১.২০২১
এই শহরের সবাই বলে
তোমাকে যেনো আমি ভুলে যাই
কেনো তুমি ইতিহাসের এক
মুছে যাওয়া অধ্যায়
এই শহরের সবাই বলে
সম্পর্ক ঠিক হবে না আর
যেমন করে ঠিক হয় না
এই শহরের রাস্তাঘাট
এই শহরের সবাই বলে
অনেক তো আছে তোমার আর কত
যেনো সবাই আমার কাছে
এই শহরের বড় অট্টালিকা
সবার উপরে যেনো একই আকাশ
এই শহরের সবাই বলে
তুমি নাকি আমার পত্র পড়ো না
যেনো আমার পত্রগুলো কোনো
রাস্তায় লাগানো সাইনবোর্ড
মানুষ যা পাশ কাটিয়ে চলে যায়
এই শহরের সবাই বলে
অন্য এক হাসিমুখ খুঁজে পাবো
কারণ তারা জানে না তোমার ঐ হাসি
কোহিনূর এর চেয়েও দামী
পুরো পৃথিবী জুড়ে সে
একটাই আমি খুঁজে পাবো