প্রকাশের তারিখঃ ০৬/৩০/২০২২
এই বৃষ্টির দিনে
নীল শাড়ীতে তোমায় দেখতে পারলে,
বেশ হতো।
এই বৃষ্টির দিনে
তোমার ভিজা চুলের গন্ধ পেলে
বেশ হতো
এই বৃষ্টির দিনে
তোমার সাথে বৃষ্টিতে ভিজতে পারলে,
বেশ হতো
এই বৃষ্টির দিনে
তোমায় জড়িয়ে ঘুমোতে পারলে,
বেশ হতো
এই বৃষ্টির দিনে
পুরনো স্মৃতি ভুলে থাকা গেলে,
বেশ হতো