প্রকাশের তারিখ : ০১/০২/২০২৪
হাশিমুখের আড়ালে থাকা দুঃখগুলো ,
একদিন ফুলে ফেফে উঠবে।
মুখোসের আড়ালে থাকা দাগগুলো,
একদিন সবাই দেখতে পারবে।
কবরে পোকাগুলো যখন চিবিয়ে খাবে -
আমার মৃত শরিরের চামড়া, হাড্ডি
একে একে বের হবে আমারই মধ্যে থাকা,
না বলা কথাগুলি.
প্রতিটা খতছিন্ন থেকে ফুটবে
একেকটি লাল গোলাপ,
পচে যাওয়া মাংশ থেকে আসবে
আতরের সুবাশ.