আশা
প্রকাশের তারিখ : ৩০.১০.২০২১
আজও আশা রেখে যাই
একদিন পৃথিবী সুন্দর হবে
থাকবেনা অনাচার, থাকবেনা দুঃখ
মানব মন হবে বিশুদ্ধ
আজও আশা দেখি বারবার
একদিন সমতা আসবে ফের
একদিন বৈষম্য ঘুচবে আবার
মানব মন হবে পবিত্র
আজও আশা রেখে যাই
ধর্মে ধর্মে থাকবেনা বিবাদ
লাঠালাঠি নয়, কোলাকুলি হবে
মানব মন হবে সভ্য
আজও আশা রেখে যাই
ভালোবাসায় বদলে যাবে মানুষ
মনের পশুকে করবে বধ
মানব মন হবে উৎকৃষ্ট