প্রকাশের তারিখ : ১৯.১০.২০২১
তুমি কি আর
আগের মতো করে
ডাকবে আমায় কাছে
বলবে নানা কথা
তুমি কি আর
আগের মতো করে
রাস্তার পাশে দাঁড়িয়ে
কথা শুনবে সাথে
তুমি কি আর
আগের মতো করে
রিকশায় পাশে বসে
ঘুরবে সারা শহর
তুমি কি আর
আগের মতো করে
গল্প শুনাবে আবার
গোধূলি বেলায় বসে
তুমি কি আর
আগের মতো করে
ডাকবে আমার ফির
সেই সাম্পানের পাশে
তুমি কি আর
আগের মতো করে
রাগ করাবে আমায়
মিষ্টি দুষ্টুমি করে
তুমি কি আর
আগের মতো করে
আসবে ফিরে কাছে
ভালোবাসবে শেষ আরেকবার