প্রকাশের তারিখঃ ১৪/০২/২০২৩
ধন্যবাদ তোমায়,
তোমার জন্য দেখেছি আরেকটি ফাগুন
তবে এই ফাগুন কেমন খালি খালি
ফুলের গন্ধতেও কেনো জানি সুবাস নেই
পাখির ডাকে কেনো জানি সুর নেই
এই বসন্ত হয়ে আছে
এক বিষাদভরা দিবস।
আজ কোনো ফুলের রং আমার চোখে পড়েনা
কারো শাড়ির কুচি আমায় ধরতে হবে না
কাজল মাখা চোখ খুঁজে বেড়াবোনা
কারো কেশের সুগন্ধ খুঁজে ফিরবোনা।
তাই ধন্যবাদ তোমায়
তোমার জন্য দেখেছি আমি
এই নতুন ফাগুন
নিজেকে গুছিয়েছি বুঝিয়েছি
জীবন তো এক দুঃখ ভরা নদী
যার এক এক সময়
এসে লাগছে এক এক স্রোতের আঘাত।