প্রকাশের তারিখঃ ০১/০৬/২০২২
আমরা যাদের হারাই,
যারা আমাদের হারায়,
আমরা যখন তাদের মনে করি,
তারাও কি আমাদের তেমনি ভাবে মনে রাখে।
আমরা যাদের ভালোবাসি,
যারা আমাদের ভালোবাসি,
আমরা যখন ভীরের মধ্যে তাদের খুজে ফিরি,
তারাও কি আমাদের তেমনি খুজে ফিরে।
আমরা যাদের চাই,
যারা আমাদের যাই,
আমরা যখন হাত তুলি ইশ্বরের ন্যায় তাদের স্মরণে্
তারাও কি হাত তুলে আমাদের স্মরণে।
আমরা যাদের প্রিয় ,
যারা আমাদের প্রিয় ,
আমরা যখন লিখি বেদনার কাব্য ,
তারাও কি আমাদের নিয়ে লিখে বিষাদের কাব্য।
আমরা যাদের হারাই ,
যারা আমাদের হারায় ,
আমরা যাদের অপেক্ষা করবো শেষ দিনে ,
তারাও কি আমাদের অপেক্ষায় থাকবে শেষ দিনে।