প্রকাশের তারিখ: ১২/০৪/২০২২
আমার দেখানো পথ জুড়ে
তোমরা হেটে যাও প্রতিদিন,
কিন্তু আমি সেই পথ ধরে
কখনো হেঁটে যেতে পারিনি।
আমার লাগানো ল্যাম্পপোস্টের আলোয়,
প্রিয়জনকে পাশে রেখে,
জুড়ে দাও জীবনের আলাপ,
সেই আলোর নিচে বসে
আমার কখনো সন্ধ্যা কাটেনি।
আমার পাশের মসজিদের আঙিনায়,
কত মুসল্লী প্রার্থনা করে রাত দিন
শুধু আমার যাওয়া হয় না তোমার গৃহে,
মনের দোয়াগুলো বলতে পারিনি কখনো।
আমার সাদামাটা এই ক্ষুদ্র জীবনে,
কত মানুষের আনাগোনা হলো,
শুধু তাদের স্মৃতি আঁকড়ে রাখি কেবল,
এই পৃথিবীতে আমার ঠাই হয়নি।