প্রকাশের তারিখ: ০৩.৩০.২০২২
আমি জীবন কে নতুন রঙে ভাসাতে চাই,
আমি আকাশকে সবুজ রঙে ফির আঁকতে চাই।
আমি চাই আমার জীবনের ত্রুটি মুছে দিতে
আমি চাই আবার নতুন করে বাঁচতে।
হলির রঙ গায়ে লাগানো পাঞ্জাবিতে আমি
বরাত এর নামাজের মুনাজাতে কাঁদতে চাই,
আমি ইস্বরের কাছে ক্ষমা চাই,
আমি সৃষ্টিকর্তার কাছে মাগফিরাত চাই।
আমি জীবনটাকে আবার নতুন করে দেখতে চাই,
ভুলগুলো শুধরে নতুন করে গাইতে চাই,
আমি মায়ের কোলে আবার ফিরে যেতে চাই,
চাই আমি বাঁচতে আবার, ভালো মানুষ হয়ে।