প্রকাশের তারিখ : ২৫.১১.২০২১
যদি আলো এসে না পারে পৌঁছাতে কখনো
অন্ধকার বন্দী ঘরে, পর্দার আড়ালে
যদি ঝড়ো কোনো এক সন্ধ্যাবেলায়
না পাই খুঁজে নিজের গন্তব্য |
আশ্রয় কি পাবো আমি তোমার নিকট
ব্যথায় জর্জরিত দেহের উপর কি
হবে তুমি এক মলিন চাদর
শ্মশানের ধুলোয় কি বানাবে
কোনো এক স্বপ্নের রাজপ্রাসাদ |
প্রাণহীন শহরে কি ফুটবে জোছনা তখন
রাস্তার পাশে মানুষের মুখে কি ফুটবে হাসি
কোনো এক নাম না জানা গলির ফাঁকে
আমাকে কাছে টেনে বলবে কি তুমি
চলো আবার নতুনভাবে বাঁচতে শিখি |