প্রকাশনার তারিখ : ০১.০১.২০২১
আজ বহুকাল পরে হয়েছে তোমার সাথে দেখা
নিষ্প্রাণ নগরীর কোনো এক নিষিদ্ধ গলিতে
আজ হঠাৎ করে পেয়েছি তোমার ঐ দুটি নয়নের দেখা
হয়তো বা দেখেছি গুটি কয়েক সময়ের জন্য
তবে সেই দেখা যেনো এনেছিল হাজারো মিলনের তৃপ্তি
একদিন দূর দেশে চলে যাবে তুমি
হয়তো আমিও হারিয়ে যাব কোনো এক অচেনা শহরে
সেই দিবসে কোনো এক নিষ্প্রাণ পুরুষের হাত ধরে
যদি দেখো আমায় তবে কি মনে পড়বে তোমার
আমার সাথে কাটিয়ে আসা তোমার সেই ক্ষীণ সময়গুলি
তবে দূর ভবিষ্যতের কথা ভেবে কেনো আজ
সময় হারাচ্ছি আমরা এই মিলনের বেলায়
পাশাপাশি দুটি দেহ ও দুটি মন যখন একসাথে
তবে দীর্ঘ ভবিষ্যতের চিন্তা কেনো
ক্ষীন হউক তবে আজ হাত ধরে শুরু হউক এই
একদিন দূর দেশে চলে যাবে তুমি
হয়তো আমিও হারিয়ে যাব কোনো এক অচেনা শহরে
সেই দিবসে কোনো এক নিষ্প্রাণ পুরুষের হাত ধরে
যদি দেখো আমায় তবে কি মনে পড়বে তোমার
আমার সাথে কাটিয়ে আসা তোমার সেই ক্ষীণ সময়গুলি
তবে দূর ভবিষ্যতের কথা ভেবে কেনো আজ
সময় হারাচ্ছি আমরা এই মিলনের বেলায়
পাশাপাশি দুটি দেহ ও দুটি মন যখন একসাথে
তবে দীর্ঘ ভবিষ্যতের চিন্তা কেনো
ক্ষীন হউক তবে আজ হাত ধরে শুরু হউক এই