প্রকাশের তারিখঃ ০১/০৬/২০২২
তুমি যখন আকাশের ছবি তুলে বেড়াও
মনের ক্যানভাসে নতুন রঙের আলোয়,
আমি খুঁজে বেড়ায় পশুরের কাদামাটিতে
তোমার চুলের সে চির পরিচিত গন্ধ।
জানি পাবো না আর সেই গন্ধ
না পাবো তোমার হাতের স্পর্শ,
মস্তিষ্ক মানলেও মন তো মানেনা,
একটু প্রেম, একটু খুনসুটি, একটু ভালোবাসা।
তুমি যখন আকাশের ছবি তুলে বেড়াও
আমি মিশে যাই পশুরের কাদামাটির সাথে,
থাকি অপেক্ষায়, মিশে যেতে প্রকৃতির সাথে,
থাকি অপেক্ষায়, তোমাকে ফিরে পাওয়ার,
থাকি অপেক্ষায়, ফের আকাশ হওয়ার।