প্রকাশের তারিখ : ২৪.১০.২০২১
কোথায় যেন আর্তনাদ শোনা যায়
বেঁচে থাকার লড়াই চলতে থাকলে
চিৎকার হাহাকার আকুতি মিলেমিশে একাকার
বাঁচার ইচ্ছা ঘনীভূত হতে থাকে
একাকীত্ব গ্রাস করতে থাকে চারিদিক
ভয়ংকর সেই থাবায় হতাহত সকলে
তাও অপ্রাণ চেষ্টা, অবলীল প্রচেষ্টা
কাব্যিক এক সুন্দর পৃথিবীর আশায়
মোল্লারা আকুতি করতে থাকে মাজারে
পুরোহিত ঘন্টা বাজায় কালীর মন্দিরে
তাও আজ শান্তি ফিরে আসেনি
এই নিষ্ঠুর কোলাহলপূর্ণ
অসাম্প্রদায়িক পৃথিবীতে