প্রকাশের তারিখ: ৩০.০৩.২০২২
সেদিন ঘুম থেকে উঠে দেখি,
আমার চিঠিগুলো ছড়িয়ে আছে মেঝেতে.,
মাঝখানে বসে তুমি পড়ছো সেগুলো একে-একে,
আমার দিক চোখ পড়তেই তোমার
আটকে উঠে প্রশ্ন করলে, আমায় কাকে নিয়ে লিখেছো চিঠি এত?
তখন কি উত্তর দিবো আমি তোমায় ?
কিভাবে তাকাবো তোমার চোখে,
বলবো এত চিঠি যাকে লেখা
সেই খুলেও দেখিনি তাদের,
বুঝেনি তাদের মধ্যে থাকা শব্দগুলো,
বুঝেনি কাগজে থাকা শব্দের আবেগগুলো।