প্রকাশের তারিখঃ ০৭/০৯ /২০২২
কন্ঠের অপেক্ষায় দিবস যায়,
কবে আসিবে সে আমার উঠোনে,
দিবস কাটে, রাত্রি কাটে,
পৌঁছায়না তার কন্ঠ আর আমার কানে।
সংস্কৃতির অপেক্ষায় দিবস যায়,
মানুষ হারায়, হারায় তার প্রাচুর্য,
কবেই হারিয়েছে বেবিলন-মিশর-রোমের ঐতিহ্য,
শুধু কৃতী রয়ে যায়, ইতিহাস রয়ে যায়,
রয়ে যায় কীর্তিমানের কীর্তির আশ্চর্য,
প্রিয়র প্রতি আমার অপেক্ষায় দিবস যায়।